প্রথমে বিজেপি, দ্বিতীয় কংগ্রেস। ভোটগণনা শুরু হতেই চুম্বকে এটাই গুজরাটের প্রাথমিক ট্রেন্ড। ১৮২ আসনের গুজরাট বিধানসভার(Gujarat Assembly ELection 222) ম্যাজিক ফিগার ৯২। প্রাথমিক গণনায় কমবেশি ৪৫টিরও বেশি আসনে এগিয়ে বিজেপি(BJP)। কমবেশি ১৪টি আসনে এগিয়ে বিরোধী কংগ্রেস(Congress)। প্রাথমিক গণনায় একটি আসনে এগিয়ে মায়াবতীর বিএসপি(BSP)। এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি আপ(AAP in Gujarat)। ৬৮টি আসনের হিমাচলেও এগিয়ে বিজেপি। প্রাথমিক গণনায় কমবেশি ১৫টি আসনে এগিয়ে শাসকদল।
গুজরাটের লড়াই এবার ত্রিমুখী। এবার নির্বাচনে শাসক দল বিজেপির(BJP) সঙ্গে লড়াই করেছে কংগ্রেস(Congress) ও আম আদমি পার্টি(AAP)। গুজরাট বিধানসভায় ১৮২টি আসন। গুজরাট বিধানসভায় ম্যাজিক ফিগার ৯২। এবার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৬৩.৩ শতাংশ ভোট পড়েছিল। দ্বিতীয় দফায় ভোট পড়েছিল ৬৪.৬৫ শতাংশ।
আরও পড়ুন- TMC-Congress Meeting: দীর্ঘদিনের দুরত্ব ভুলে ফের কংগ্রেসের বৈঠকে হাজির তৃণমূল, নয়া সমীকরণের ইঙ্গিত?
বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে ১১৭-১৪৮টি আসন পেতে পারে বিজেপি(BJP in Gujarat Assembly Election)। কংগ্রেস পেতে পারে ৩০-৫১টি আসন। বুথফেরত সমীক্ষায় দাবি, ৩-১৩টি আসন পাবে আপ। হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াই হবে।