থানার অফিসারদের বিরুদ্ধেই উঠল চুরির অভিযোগ! তাও কি না মদ চুরি। শুনতে অবাক লাগলেও সত্যি। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে ১২৫ বোতল মদ এবং ১৫টি টেবিল ফ্যান। ঘটনাটি ঘটেছে, গুজরাটের (Gujrat) মাহিসাগর জেলায় একটি পুলিশ স্টেশনে।
গুজরাতে মদ নিষিদ্ধ। এক ব্যক্তি ফ্যানের বাক্সে লুকিয়ে মদ পাচারের চেষ্টা করছিলেন। বাকোর পুলিশ অভিযান চালিয়ে ৪৮২ বোতল দেশি মদ ও ৭৫টি টেবিল ফ্যান বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে, থানা পরিদর্শনে আসার কথা ছিল শীর্ষ আধিকারিকদের। সেই সময় হিসেব কষতে গিয়ে দেখা যায় বেশ কয়েক বোতল মদ এবং টেবিল ফ্যানের হদিশ পাওয়া যাচ্ছে না।
এরপরেই থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, থানার এএসআই অরবিন্দ কান্ত গত ২৫ অক্টোবরের রাতে ডিউটি থাকাকালীনই চুরি করেন। তাঁকে সঙ্গ দেন হেড কন্সটেবল ললিত পারমার।
আরও পড়ুন - বড়সড় বিপদ গুগল ক্রোম ব্যবহারকারীদের, সতর্ক করল কেন্দ্রীয় সরকার
ইতিমধ্যেই এএসআই-সহ পাঁচ পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশকে এই কাজে সাহায্য করার জন্য স্থানীয় এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, চুরি যাওয়া মদের বোতলের বাজার দর প্রায় ১ লক্ষ ৫৭ হাজার এবং ফ্যানের দাম প্রায় ৪১ হাজার টাকা।