শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা দেশের একাধিক রাজ্যে রীতিমতো আগুনে গরম। বেলা বাড়তে থাকলেই কার্যত বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। বইছে তাপপ্রবাহ। দিনেরবেলার তাপমাত্রা সবসময়ই রয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এমন তীব্র দাবদাহের মধ্যেই হাওয়া অফিসের পক্ষ থেকে দেশের ৯টি রাজ্যে জারি করা হল তাপপ্রবাহের সতর্কতা। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। বাকি রাজ্যগুলি হল- ওড়িশা, বিহার, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, সিকিম। এই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, মঙ্গলবারও কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছে । বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত এমনই পরিস্থিতি থাকবে রাজ্যে ।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে ।