লোকসভা ভোটের প্রচার সারতে মাঠে নেমে ফসল কাটলেন বলিউডের 'ড্রিম গার্ল' হেমা মালিনী। চড়া রোদে কাস্তে হাতে উত্তরপ্রদেশের মাঠ থেকে শস্য কেটে মহিলা কৃষকদের সঙ্গে জনসংযোগ সারলেন হেমা।
সম্প্রতি কয়েকটি ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন হেমা মালিনী। যেখানে দেখা যাচ্ছে, ফসল কাটছেন তিনি। ফসল হাতে মহিলাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। কখনও আবার হাতে কাটা ফসল আর কাস্তে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন হেমা।
আরও পড়ুন - বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে জড়িত ২ সন্দেহভাজনকে গ্রেফতার করল NIA, লুকিয়ে ছিল কাঁথিতে
হেমা মালিনী ক্যাপশনে লিখেছেন, কৃষকদের মধ্যে এসে অত্যন্ত খুশি তিনি। গত ১০ বছর ধরে সকলের সঙ্গেই যোগাযোগ রয়েছে তাঁর। কৃষকরা তাঁর পরিবার। ওঁদের জোরাজুরিতেই ছবি তুলেছেন।
ভারতীয় জনতা পার্টির টিকিটে ২০১৪ সাল থেকেই মথুরা কেন্দ্রে জিতে আসছেন হেমা মালিনী। চলতি লোকসভা নির্বাচনেও ওই একই কেন্দ্র থেকে লড়ছেন বলিউডের এই প্রবীণ অভিনেত্রী।