বিশাখাপত্তনমের একটি মৎস্য বন্দরে ভয়াবহ আগুন। নিমেষে পুড়ে গেল ২৩টি বোট। দমকল সূত্রে জানা গিয়েছে, ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের খবর নেই।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। দমকল কর্মীদের অনুমান, বোটের মধ্যে সিলিন্ডার ফেটেই এই আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে দমকল ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন কীভাবে লাগল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।