দিল্লি-রাজস্থানের পর এবার ঝাড়খন্ড(Jharkhand Murder Case)। স্ত্রীকে খুনের পর দেহ ১২ টুকরো করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় সাহেবগঞ্জের বোরিয়ো থানা(Borio Police Station) এলাকার একটি পুরনো ভাঙা বাড়ি থেকে ওই মহিলার দেহের টুকরোগুলি উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় কিছু বেওয়ারিশ দেহাংশ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, দেহের ওই টুকরোগুলি এক মহিলার(Woman Murdered in Jharkhand)। পরবর্তীতে খুনে অভিযুক্ত দিলদার আনসারিকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে খবর, দিলদারের দু’টি বিয়ে। মৃত মহিলা দিলদারের দ্বিতীয় স্ত্রী। ওই মহিলা বেশ কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন। এরপরেই পরিবারের পক্ষে পুলিশে নিখোঁজ ডায়েরি(Missing Diary) করা হয়। তদন্তে নেমে শনিবার মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন- DY Cahndrachud: ভিনজাতে বিয়ে করলে এখনও প্রাণ যায় ভারতে, দেশ বাড়তে থাকা এই প্রবণতায় উদ্বিগ্ন বিচারপতি
মহিলার দেহ কোনও বৈদ্যুতিক করাত(Electric Cutter) বা ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন সাহেবগঞ্জের পুলিশ সুপার(Police Super of Sahebgaunj)। তবে ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিজেপির(BJP) অভিযোগ, “হেমন্ত সোরেনের(Hemant Soren) শাসনকালে রাজ্যে মেয়েদের উপর অত্যাচারের মাত্রা বেড়েছে।"