গল্পের মত! তবে, সত্যি! যে সত্যি শুনলে মন ভাল হয়ে যায়! সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ওড়িশায়। স্বামী একজন রূপান্তকামী মহিলার (Transgender) প্রেমে পড়েছেন জানতে পারার পর নিজে দাঁড়িয়ে থেকে ওই মহিলার সঙ্গে স্বামীর বিয়ে দিয়েছেন স্ত্রী। এক ছাদের তলায় ‘সতীনের’ সঙ্গে সংসারে অসুবিধা নেই, জানিয়ে দিয়েছেন তরুণী। ঘটনায় চমকে গিয়েছেন ওই আত্মীয় ও প্রতিবেশীরা। এই ঘটনাটি ঘটছে ওডিশার (Odisha) কালিন্দি জেলায়। ৩২ বছরের ওই পুরুষ জানাচ্ছে, প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি ‘হ্যাপি ফ্যামিলি লাইফ’ কাটাচ্ছেন।
জানা গিয়েছে, ২০২১ সালে আম্বালার রায়াগাডা জেলাতে প্রথম ওই রূপান্তরকামীর সঙ্গে প্রথম দেখা এক সন্তানের বাবা বছর ৩২-এর ব্যক্তির। সেই সময় ওই রূপান্তরকামী ভিক্ষা করছিলেন সিগন্যালে দাঁড়িয়ে। এরপরেই প্রথম দেখা এবং প্রেম। নম্বর চেয়ে নেওয়া। মোবাইল ফোন দেখে তাঁর স্ত্রী পুরো বিষয়টি জানতে পারেন। সেই সময় ওই ব্যক্তি জানান, তিনি রূপান্তরকামীকে পছন্দ করেন এবং তাঁকে ছাড়া বাঁচতে পারবেন না।
আরও পড়ুন: আহত বিজেপি কাউন্সিলর মীনা পুরোহিত, হাসপাতালে দেখতে গেলেন মেয়র ফিরহাদ হাকিম
স্বামী ফকির নিয়ালের আবার বিয়ে দিতে চান ওই রূপান্তরকামী মহিলা সঙ্গীতার (Transgender marriage) সঙ্গে। এই কথা পরিবারের সকলকে জানান ফকিরের প্রথম স্ত্রী। প্রথমে রাজি না হলেও তাঁর আর্জি ফেরাতে পারেননি তাঁর বাড়ির লোকজন। বাড়ির লোকের সম্মতি নিয়ে মহিলা সঙ্গীতাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরিবারের লোকনের উপস্থিতিতে, রূপান্তরকামী সম্প্রদায়ের বেশ কিছু সদস্যের সামনেই স্বামীর সঙ্গে সঙ্গীতার বিয়ে দিলেন মহিলা।
উল্লেখ্য, ওড়িশা হাইকোর্টের (Orissa High Court) এক আইনজীবী বলেন, মহিলা বা রূপান্তরকামী নারী যার সঙ্গেই বিয়ে হোক না কেন যদি ওই পুরুষের প্রথম বিয়ে অক্ষত থাকে সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। নারলা থানার তরফে জানানো হয়েছে, ’যদি এই ঘটনার বিরোধিতা করে কোনও মামলা দায়ের করা হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’