দেশের প্রথম সচিত্র পরিচয়পত্র আধার কার্ড। তার আগে ভোটার আইডিকেই অধিকাংশ ক্ষেত্রে পরিচয়পত্র ধরা হত। ১২ ডিজিটের ওই ইউনিক আইডি যে কোনও প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল থেকে রেশন কার্ড, ভোটার কার্ড, সব কিছুতেই লিঙ্ক করা আধার নম্বর। ওই ১২ ডিজিটের ইউনিক আইডি জেনে প্রতারণা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আপনার আধার নম্বর ব্যবহার করে কেউ কোনও প্রতারণা করছে না তো! কী করে বুঝবেন, আপনার আধার কার্ড বা নম্বর কেউ ব্যবহার করছেন কিনা!
কীভাবে আধারের তথ্য় লিক হয়
কীভাবে বুঝবেন আপনার আধার কার্ড অন্য কেউ ব্যবহার করছেন! আগে কোনও কাজে আপনার আধার নম্বর কোনও কাজে ব্যবহার হয়েছে কিনা, তাও জানা যাবে। হোটেলে চেক-ইন, ব্যাঙ্কিং,নতুন সিম কার্ড রেজিস্ট্রেশন, বাড়িভাড়া, একাধিক কাজে লাগে আধার কার্ড। আপনার আধার নম্বর ব্যবহার করে অনেক কাজই করতে পারে প্রতারকরা।
কেউ আপনার আধার কার্ড ব্যবহার করে কোনও অপরাধ সংক্রান্ত বা প্রতারণা সংক্রান্ত কাজ করছে কিনা, তা জানা যায়। সরাসরি পরীক্ষার কোনও উপায় নেই। তবে আগে আপনার আধার কার্ড ব্যবহার হয়েছে কিনা, তা দেখা যায়। আধার ব্যবহার নিয়ে বারবার সতর্ক করা হয়েছে। আপনার আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার হয়েছে, তা সহজেই জানা যায়।
আধার কার্ডের ব্যবহার
কীভাবে জানবেন, জানুন ধাপে ধাপে
myAadhaar Portal-এ যেতে হবে
আধার নম্বর, ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে
মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে লগ-ইন করতে হবে
অথিন্টিকেশন হিস্ট্রি অপশনে গিয়ে কোন সময়ের আধার ব্যবহারের ডেটা চান, তা জানতে পারবেন।
যদি কোনও অবৈধ এন্ট্রি পাওয়া যায়, তা হলে UIDAI-এর সাইটে গিয়ে অভিযোগ জানাতে পারবেন।
আধার কার্ডের হেল্পলাইন নম্বর 1947-এ গিয়ে অভিযোগ জানাতে পারবেন। help@uidai.gov.in -এই মেইল আইডি-তে যোগাযোগ করতে পারবেন।
আধারের বায়োমেট্রিকও লক করা যায়। অপব্যবহার রোখার জন্য UIDAI এই অপশন দেয়। ওয়েবসাইটে গিয়ে আধার লক অপশনে যেতে হবে। ভার্চুয়াল আইডি দিতে হবে। পিন কোড, ক্যাপচা কোড সবই দিতে হবে। মোবাইল নম্বরে ওটিপি যাবে। ওটিপির মাধ্যমে আধার বায়োমেট্রিক লক হলে, জালিয়াতির সম্ভাবনা অনেকটাই কমে যাবে।