দেশের স্বাধীনতার (Independence) ৭৫ বছর পূর্তি । এদিন, প্রথাগতভাবে ঐতিহাসিক লালকেল্লা (Red Fort) থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী । এদিন, মোদির ভাষণে উঠে এল 'অমৃত কাল'-এর কথা ।
লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে মোদি ভারতকে 'গণতন্ত্রের জননী' বলে সম্বোধন করেছেন । তিনি বলেন, প্রত্যেক দেশবাসীই অত্যন্ত উৎসাহের সঙ্গে একটি নতুন ভারতের দ্রুত অগ্রগতি দেখতে আগ্রহী । ৭৫ বছরের যাত্রায় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে । তবে,ভারত প্রমাণ করেছে যে তার মধ্যে একটি মূল্যবান ক্ষমতা রয়েছে এবং দেশপ্রেম ভারতকে আরও অটুট, শক্তিশালী করে তুলেছে ।
আরও পড়ুন, Independence Day 2022 : টেলি প্রম্পটার নয়, কাগজের নোট নিয়ে লালাকেল্লা থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
মোদির কথায়, ভারত একটি উচ্চাকাঙ্খী সমাজ । তাঁর মতে, একটি উচ্চাকাঙ্ক্ষী সমাজ যেকোনও জাতির জন্য গুরুত্বপূর্ণ । মোদি বলেন, "আমরা গর্বিত যে এই উচ্চাকাঙ্খা এখন দেশের প্রতিটি ঘরেই রয়েছে । প্রত্যেক নাগরিক নতুন ভারতের দ্রুত অগ্রগতির জন্য উৎসাহী ।"
দেশের অগ্রগতিতে মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গিকেই পাথেয় করে চলতে চান মোদি । তিনি বলেন, "আমি উপলব্ধি করেছি যে, নতুন ভারতের অগ্রগতি, উন্নয়নের জন্য সারা দেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে ।" মোদি আরও বলেন, এই 'অমৃত কাল' আমাদের উচ্চাকাঙ্ক্ষী সমাজের স্বপ্ন এবং লক্ষ্যগুলি পূরণ করার একটি সুবর্ণ সুযোগ প্রদান করছে ।"