বেশ কয়েকদিন ধরেই দৈনিক করোনা গ্রাফ ছিল উর্ধ্বমুখী (India Daily Covid Graph) । তবে, বহুদিন পর অনেকটাই কমল সংক্রমণ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবারের তুলনায় মঙ্গলবার প্রায় ১৮ শতাংশ কমেছে সংক্রমণ । গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে (COVID-19) আক্রান্ত হয়েছেন ৬,৫৯৪ জন । তবে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active Covid Cases) । সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৫০ হাজার পেরিয়ে গেল অ্যাক্টিভ কেস ।
দেশে কোভিডে মৃতের (Covid Death) সংখ্যা নিয়ন্ত্রণেই রয়েছে । একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ৬ জনের । পজিটিভিটির হার ২.৩২ % । গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪,০৩৫ জন । মোট কোভিড মুক্ত হয়েছেন ৪ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৩৭০ জন ।
আরও পড়ুন, Mumbai Covid rising:এক মাসেরও কমে মুম্বইয়ে করোনা রোগী বেড়েছে প্রায় ১ হাজার শতাংশ!
দেশের প্রায় সব প্রান্তেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । বিশেষ করে উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র (Maharashtra), কেরালা,দিল্লি । গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১,৮৮৫ জন । গত ২৪ ঘণ্টার রিপোর্টে কেরালায় আক্রান্তের সংখ্যা বেশি । এখানে একদিনে আক্রান্ত হয়েছে ১,৯৫৫ জন ।