সে চলে গিয়েও থেকে যায়! এমনই এক ভাইরাস কোভিড। ফের ভারতে ফিরে এসেছে করোনা। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০৯ দিনে এই প্রথমবার ৫ হাজার টপকে গেল একদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুনভাবে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন। মৃত্যু হয়েছে মোট ৫ জনের।
দেশে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৮০%। এখনও পর্যন্ত ২২০ কোটি ৬৪ লক্ষ ভ্যাকসিন দেওয়া হয়েছে।
একদিকে H3N2 ভাইরাসের ক্রমে বৃদ্ধি অপরদিকে ফের কোভিডের ফিরে আসা চিন্তায় রাখছে কেন্দ্রকে।