আমেরিকায় গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পড়ুয়ার মৃত্যু। ঘটনায় হাসি মার্কিন পুলিশের। ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই তীব্র নিন্দা ভারতের। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, অত্যন্ত যন্ত্রণাদায়ক। ঘটনার দ্রুত তদন্ত করা হোক।
চলতি বছর জানুয়ারিতে আমেরিকার সিয়াটেলে জাহ্নবী কান্দুলা নামে এক ভারতীয় পড়়ুয়ার মৃত্যু হয়। দ্রুতগতিতে পুলিশের গাড়ি ধাক্কা মারে ওই পড়ুয়াকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। গাড়ি চালাচ্ছিলেন কেভিন ডেভ নামে এক পুলিশ অফিসার। গাড়ির গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দুর্ঘটনার পর কেভিন যখন গাড়ি থেকে নামেন, তাঁর বডি ক্যামে গোটা ঘটনা রেকর্ডিং হয়। ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে হাসেন ওই অফিসার।
ওই ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই নিন্দার ঝড় ওঠে। এবার এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানাল ভারত।