একদিকে চিনে ফের বাড়ছে করোনা, তীব্র হচ্ছে নতুন ভ্যারিয়ান্টের প্রভাব। অন্যদিকে, আরও আঁটোসাঁটো সতর্কতার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছে ভারত। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়ে দিয়েছেন, দেশ করোনামুক্ত হয়নি এখনও। বুস্টার ডোজ নেওয়া কথাও বারবার মনে করিয়ে দেন তিনি। এর মধ্যেই জানা গেল, ভারতে ৪ জনের দেহে করোনা ভাইরাসের ওই নতুন ভ্যারিয়ান্টের খোঁজ মিলেছে। যার নাম দেওয়া হয়েছে ওমিক্রন বিএফ.৭। আক্রান্তরা সকলেই গুজরাট এবং ওড়িশার বাসিন্দা।
উল্লেখ্য, কয়েকদিন আগেই দেশে শূন্য কোভিডনীতি শিথিল করার পর প্রবল গতিতে ও দেশে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে একাধিক মানুষের।
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিড পরীক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংগৃহীত নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কেন্দ্রের অনুমোদিত ‘ইনস্যাকোগ’ পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিনের ওমিক্রন বিএফ.৭-এর খোঁজ পাওয়া গিয়েছে আমেরিকা, ব্রিটেন, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলিতেও।