বাংলাদেশের বন্ধু ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে ফের একথা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকালে রাইসিনা হিলসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম সরকারি ভাষণে হাসিনা জানান, দু দেশের আলোচনার মধ্যেই যাবতীয় সমস্যার সমাধান হবে। এই সফরে মোট সাতটি চুক্তি করবেন তিনি।
চিরাচরিত প্রথা মেনেই এদিন রাষ্ট্রপতি ভাষণে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানো হয়। হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি জানান, ভারত সবসময় তাঁদের বন্ধু। তিনি সবসময় ভারতকে ভালবাসেন। কারণ মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা এখনও ভুলতে পারেননি মুজিব-কন্য়া। হাসিনার মতে, ভারত-বাংলাদেশ সবসময় পারস্পরিক সমঝোতার মধ্যে চলে।
মমতার সঙ্গে দেখা হল না। এবারের ভারত সফরে এটাই যেন আপসোশ থেকে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার দিল্লিতে তিনি জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর বোনের মতো। কিন্তু হাসিনার আক্ষেপ, এবার ভারত সফরে মমতার সঙ্গে তাঁর দেখা হল না। তিনি জানান, ভেবেছিলেন দিল্লি এলে মমতার সঙ্গে দেখা হবে। তবে মমতার সঙ্গে তাঁর দেখা হতে পারে। এই ইঙ্গিতও দিয়েছেন হাসিনা। ভারতে আসার আগে মমতাকে দিল্লিতে আমন্ত্রণও জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, বাংলাদেশে নির্বাচনের আগে একবার মমতার সঙ্গে দেখা করতে চাইছেন হাসিনা। কারণ, তাতে আওয়ামী লিগের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।