নতুন করে চিন্তা বাড়াচ্ছে দেশের কোভিড পরিসংখ্যান (India Covid-19 cases) । গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা । স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত (Covid-19) হয়েছেন ১৫৯০ জন । যা ১৪৬ দিনে সর্বোচ্চ । একদিনে করোনা প্রাণ কেড়েছে ছ’জনের । যার মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে তিনজনের ।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৪১ লক্ষ ৬২ হাজার ৮৩২ জন । এদিকে, বাড়ছে অ্যাক্টিভ কেসও । দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮৬০১ জন । করোনায় সুস্থতার হার ৯৮.৭৯ শতাংশ । দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৩০ হাজার ৮২৪ জনের ।
আরও পড়ুন, Kolkata Metro Rail : গঙ্গার নিচ দিয়ে মেট্রো কবে ? কী ইঙ্গিত দিল রেল ?
দেশে দৈনিক পজিটিভিটি রেট ১.৩৩ শতাংশ । স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশে ২২০.৬৫ কোটি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে । করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখার মতো বিষয়গুলোর ওপরেও জোর দেওয়ার কথা বলেছেন । প্রবীণ নাগরিক, কো-মর্বিডিটি-সহ ব্যক্তিদের জন্য মাস্ক বাধ্যতামূলক করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি । সেই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা থাকলেই স্বাস্থ্য পরীক্ষায় জোর দিতে হবে ।