উদ্বেগ বাড়াচ্ছে কোভিডের নয়া প্রজাতি ওমিক্রন(Omicron) । দেশে ৫০০-র গণ্ডি ছাড়াল ওমিক্রন আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত কোভিডের নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন । এদিকে, ওমিক্রন আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রকে(Maharashtra) টপকে শীর্ষে উঠে এসেছে দিল্লি(Delhi) ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে নতুন করে কোভিডে(Covid) আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যু(Death) হয়েছে ৩১৫ জনের । একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ১৪১ জন ।
আরও পড়ুন, Delhi Night Curfew: একদিনে ১৬ % বাড়ল সংক্রমণ, দিল্লিতে জারি নাইট কারফিউ
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ৩৩৩ জন । মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৯৭৭ জনের ।
দিল্লিতে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১৪২ জন । এরপরেই রয়েছে মহারাষ্ট্র । এখানে আক্রান্তের সংখ্যা ১৪১ । মহারাষ্ট্রের পরে রয়েছে কেরালা ও গুজরাত ।