দেশে করোনা আক্রান্তের সংখ্যা কখনও বাড়ছে, কখনও কমছে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৬০২ জন । একদিনে মৃত্যু হল প্রায় ৫ জনের । নতুন বছরে ফের নতুন করে চিন্তা বাড়াচ্ছে কোভিড-১৯ ।
দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪,৪৪০ । এখনও পর্যন্ত দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৩৭১ জনের । সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ২৭২ জন । দেশে কর্নাটক ও মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেশি ।
করোনার নতুন সাব ভ্যারিয়্যান্ট JN.1 দ্রুত ছড়াচ্ছে । তবে, বিশেষজ্ঞদের দাবি নতুন সাব ভ্যারিয়েন্টকে এখনই ভয় পাওয়ার কিছু নেই। জাপানের একটি গবেষণায় দাবি করা হয়েছে, এই উপরূপের মাধ্যমে বিশ্বজুড়ে হৃদরোগের মহামারী দেখা যেতে পারে।