কেন্দ্রীয় বাজেটে বড়সড় বরাদ্দ পেল ভারতীয় রেল (Indian Railway)। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitaraman) ঘোষণা অনুযায়ী, নতুন বাজেটে ভারতীয় রেলের (Rail Budget) জন্য বরাদ্দ করা হয়েছে ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। রেলের জন্য বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ ভারতের ইতিহাসে এই প্রথম। পরিসংখ্যান বলছে, এই বরাদ্দ মোদি জমানা শুরু হওয়ার আগের বরাদ্দের তুলনায় ৯ গুণ বেশি।
এমনকি ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় রেলে বরাদ্দের পরিমাণ বেড়েছে ৬৫.৬ শতাংশ। বুধবার অর্থমন্ত্রী জানান, ২০২৩-২৪ অর্থবর্ষের এই বরাদ্দ ২০১৩ সালের বরাদ্দের তুলনায় নয় গুণ বেশি। মোট এই বরাদ্দের পরিমাণ নতুন রেল লাইন নির্মাণ, সিগন্যালিং ব্যবস্থা, ওয়াগন ও রেলের রেক নির্মাণে ব্যয় করা হবে।
আরও পড়ুন - নতুন অর্থবর্ষে বাজেট কতটা প্রভাব ফেলছে সোনা রুপোর দরে? বাড়ল নাকি কমল ?