শীতকাল মানেই বাঙালির ঘুরতে যাওয়া মাস্ট। আর ঘুরতে যাওয়া মানেই বেশ লম্বা ট্রেন জার্নি। কারণ ঘুরতে যাওয়ার জন্য ভারতীয় রেল সাশ্রয়ী। সেই কারণেই প্রতি বছরই ঠাণ্ডার সময় ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু ট্রেনের টিকিট কাটতে গিয়ে অনেক সময়েই নানা রকম ভুল হয়ে যায়। কখনও তারিখ ভুল হয়ে যায়, আবার কখনও নাম ভুল হয়ে যায়। কিছুক্ষেত্রে আবার ভুল বশত একই নামে দুটো টিকিট কাটা হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন যাত্রীরা।
কিছুক্ষেত্রে এই ভুলের কারণে টিকিটও ক্যান্সেল করতে হয়। কিন্তু টিকিট ক্যান্সেলেশনের ক্ষেত্রে ঝামেলাও বিস্তর। অনেক সময় নতুন করে টিকিট বুক করলে আসন পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হয়। তাই এবার এই মুশকিল আসান করতে নয়া পদক্ষেপ করল ভারতীয় রেল। এবার টিকিট ক্যান্সেল না করেও খুব সহজেই পরিবর্তন করতে পারবেন যাত্রার তারিখ এমনকি টিকিটের নামও। কী ভাবে সম্ভব? দেখে নিন এক নজরে। তবে, নাম পরিবর্তন - টিকিটের দিন পরিবর্তন এই সুযোগ শুধুমাত্র অফলাইন টিকিটের ক্ষেত্রেই সম্ভব, যা রিজার্ভেশন কাউন্টার থেকে বুক করা হয়েছে। অনলাইন টিকিটের ক্ষেত্রে এই সুবিধে এখনও পাওয়া যাচ্ছে না।
কী ভাবে টিকিটের তারিখ পরিবর্তন করা যাবে?
১. যেহেতু অফলাইন টিকিটের ক্ষেত্রেই এই সুবিধে সম্ভব তাই প্রথমেই এই টিকিট নিয়ে নিকটস্থ রেল স্টেশনে যেতে হবে।
২. টিকিটের তারিখ পরিবর্তন করার জন্য যাত্রার ২৪ ঘণ্টার আগে আবেদন করতে হবে।
৩. আর টিকিটে যাত্রার তারিখ পরিবর্তন অর্থাৎ ট্রেনের তারিখ রিশিডিউল করার ক্ষেত্রে ৪৮ ঘন্টা আগে আবেদন করতে হবে।
৪. এই পরিবর্তনের জন্য আসল টিকিট এবং একটি আবেদনপত্র জমা করতে হবে।
তবে, নাম এবং তারিখ পরিবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ফি জমা করতে হতে পারে। আর যে তারিখে যাত্রা রিশিডিউল করা হচ্ছে ওই তারিখে ট্রেনে আসল খালি থাকলে তবেই কিন্তু নতুন তারিখ আপডেট করা সম্ভব।
টিকিট অন্য কারও কাছে কী ভাবে স্থানান্তর সম্ভব?
আপনি ঘুরতে যেতে চান না। সেই কারণে যদি আপনার টিকিটে অন্য কেউ যাত্রা করতে চান, সেটিও সম্ভব করে তুলেছে ভারতীয় রেল। তবে, আপনি না যাত্রা করলে আপনার পরিবারের কাউকে যাত্রা করতে হবে। যদিও এক্ষেত্রে যার নামে পরিবর্তন করা হবে তাঁকে সম্পর্কে ওই ব্যক্তির বাবা-মা, ভাইবোন, ছেলে-মেয়ে বা স্বামী-স্ত্রী হতে হবে। আর যদি কোনও গ্রুপে ঘুরতে যান সেক্ষেত্রে গ্রুপের কারও সঙ্গে টিকিট বদল সম্ভব হয়। এক্ষেত্রেও আসন পর্যাপ্ত থাকলে তবেই সম্ভব। তবে এই সুবিধা শুধুমাত্র নিশ্চিত বা RAC টিকিটের জন্য প্রযোজ্য। তৎকাল টিকিটের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়।