দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ হবে সাংসদে। অন্যদিকে নতুন সংসদ ভবনে প্রথম পেপারলেস বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণ দিয়ে শুরু হয়েছে বাজেট অধিবেশন। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
নতুন সংসদ ভবনকে গণতন্ত্রের মন্দির বলে আখ্যায়িত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই, বাজেট অধিবেশন শুরুর আগে, বিরোধী দলের সাংসদদের আচরণ নিয়ে কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ তোলেন, কয়েকজন বিরোধী সাংসদের অভ্যাস কক্ষের ভিতরে হট্টগোল করা। অন্যদিকে রাষ্ট্রপতি তাঁর ভাষণে মোদী সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন।