নবরাত্রি (Navratri 2022) পালন করা যাত্রীদের জন্য 'ব্রত থালি'র (Vrat Thali) ব্যবস্থা করছে আইআরসিটিসি (IRCTC)। ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে নবরাত্রি (Navratri 2022)। দেশজুড়ে অসংখ্য মানুষ এই সময় ব্রত রাখেন। টানা ৯ দিন চলে এই ব্রত। খাওয়াদাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম পালন করতে হয় এই সময় তাঁদের। যে সব যাত্রীরা নবরাত্রি পালন করবেন এবং ওই সময় রেলে (Indian Railways) সফর করবেন, তাঁদের 'ব্রত থালি'র জন্য ইতিমধ্যেই বিশেষ বুকিং চালু করে দিয়েছে রেল।
আরও পড়ুন: পয়লা বৈশাখের আগেই সুখবর সরকারি কর্মচারীদের, জেনে নিন কতটা বাড়ল ডিএ ও ডিআর
'ব্রত থালি' (Vrat Thali) প্রয়োজন কি না, তা টিকিট কাটার সময়েই যাত্রীদের তরফ থেকে জানিয়ে দিতে হবে। আগে টিকিট কেটে ফেললেও এই সুবিধা পাওয়া যাবে। সেক্ষেত্রে ১৩২৩ নম্বরে ফোন করতে হবে সংশ্লিষ্ট যাত্রীদের।
রাজধানী, দুরন্ত শতাব্দী এক্সপ্রেস সহ মোট ৫০০'টি ট্রেনে 'ব্রত থালি'র সুবিধা পাওয়া যাবে। দাম পড়বে ১২৫ টাকা থেকে ২০০ টাকা।