এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অফিসের নথি থেকে নাম ও জেন্ডার পরিবর্তনের অনুরোধ করেছিলেন এক রেভিনিউ অফিসার। সেই অনুরোধে সম্মতি দিয়েছে অর্থমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। ভারতীয় সিভিল সার্ভিসে এই ধরনের সিদ্ধান্ত এই প্রথম নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
৩৫ বছর বয়সী ওই আবেদনকারীর নাম এম অনুসূয়া। তিনি হায়দরাবাদের কাস্টমস এক্সাইজ এবং সার্ভিস ট্যাক্স অ্য়াপিলিয়েট ট্রাইবুনালের চিফ কমিশনার অফিসে জয়েন্ট কমিশনার পদে নিযুক্ত রয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন তাঁর নাম এম অনুসূয়া থেকে পরিবর্তন করে এম অনুকাঠির সূর্য করা হোক এবং সরকারি নথিতে লিঙ্গ স্ত্রী থেকে পুরুষে পরিবর্তন করে দেওয়া হোক।
NDTV-তে প্রকাশিত খবর অনুযায়ী, ওই জয়েন্ট কমিশনারের আবেদন গৃহীত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে সম্মতিও মিলেছে। তাঁর লিঙ্কডিন প্রোফাইন অনুযায়ী জানা গিয়েছে, তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন অ্য়াসিস্ট্যান্ট কমিশনার হিসেবে। সেইসময় চেন্নাইয়ে নিযুক্ত ছিলেন তিনি। এরপর ২০১৮ সালে পদোন্নতি হয় তাঁর। সেই সময় ডেপুটি কমিশনার পদে বসেন তিনি। গত বছর থেকে জয়েন্ট কমিশনার পদে হায়দরাবাদে রয়েছেন তিনি।