প্রকাশিত হল আইএসসি বোর্ডের পরীক্ষার রেজাল্ট (ISC Result) । এই পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন ১৮ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ছয়জন বাংলার (West Bengal) । আইএসসি (ISC) কর্তৃপক্ষ জানিয়েছেন, পাশের হারে ছাত্রদের থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছেন । পাশের হার ৯৯.৩৮ শতাংশ।
যাঁরা প্রথম হয়েছেন, তাঁদের প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর ৩৯৯। শতাংশের হিসেবে ৯৯.৭৫। বাংলার যাঁরা প্রথম স্থানে রয়েছেন, তাঁরা হলেন, মহম্মদ আর্শ মুস্তাফা (দ্য ফ্র্যাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুল, কলকাতা), প্রতীতি মজুমদার (সল্টলেক স্কুল, কলকাতা), অপূর্ব কাশিশ (জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, কলকাতা), পৃথ্বীজা মণ্ডল (সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি), নিখিলকুমার প্রসাদ (সানশাইন স্কুল, বীরপাড়া, আলিপুরদুয়ার) এবং অভিষেক বিশ্বাস (সেন্ট ক্ল্যারেট স্কুল, দেবপুকুর, উত্তর ২৪ পরগনা)। ৬ জনের মধ্যে ৩ জনই কলকাতার । এছাড়া, ৩৯৮ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ১৯ জন। বাংলার ১৬ জন তৃতীয় স্থান অধিকার করেছেন । তাঁদের প্রাপ্ত নম্বর ৩৯৭ ।
আরও পড়ুন, Amartya Sen : বিদেশে অর্মত্য, নিচ্ছেন না রাজ্যে বঙ্গবিভূষণ সম্মান, দাবি পরিবার সূত্রে
মোট ৯৬,৯৪০ জন পরীক্ষা দিয়েছিলেন। ছেলেদের ছাপিয়ে গিয়েছেন মেয়েরা। ছেলেদের পাশের হার ৯৯.২৬ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৯.৫২ শতাংশ । পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিয়েছিলেন ২৭ হাজার ৫৬৯ জন পরীক্ষার্থী। আইএসসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এ রাজ্যে ৯৯.১৫ শতাংশ পড়ুয়া পাশ করেছেন।