প্রয়াত হলেন ISRO-র বিজ্ঞানী এন ভালারমতি। তাঁর কণ্ঠেই শোনা গিয়েছিল চন্দ্রযান ৩-এর অবতরণ সংক্রান্ত সমস্ত খবর। শনিবার সন্ধে নাগাদ চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে।
চন্দ্রযান ৩ অবতরণের দিন ইসরোর তরফে পুরো বিষয়টি ধারাভাষ্য দিচ্ছিলেন এন ভালারমতি। তাঁর গলাতেই সফট ল্যান্ডিংয়ের যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে জানতে পেরেছিল দেশবাসী। বিজ্ঞানীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন ISRO-র প্রাক্তন ডিরেক্টর পিভি ভেঙ্কটাকৃষ্ণন।
Read More- রাজ্যের ১৬ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের
১৯৫৯ সালের ৩১ জুলাই তামিলনাড়ুর আরিয়ালুর গ্রামে জন্মগ্রহণ করেন ভালারমতি। তারপর ১৯৮৪ সালে ISRO তে যোগ দেন তিনি। ২০১২ সালে প্রথম দেশিয় প্রযুক্তিতে ব়্যাডার স্যাটেলাইট তৈরি করে ভারত। তার সম্পূর্ণ দায়িত্বে ছিলেন ভালারমতি। তামিলনাড়ু সরকারের তরফেও তাঁকে আবদুল কালাম পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে।