বাংলার বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) পরবর্তী উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে ঘোষণা করল এনডিএ। শনিবার এনডিএ—র তরফে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা এই ঘোষণা করেন।
জে পি নড্ডা বলেছেন, ‘‘জগদীপ ধনকড়কে আমরা এনডিএ—র তরফে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে তুলে ধরছি। আশা করছি, তিনি দলমত নির্বিশেষে সবার সমর্থন লাভ করবেন।’’
Cyber crime:ভুয়ো মেল আইডি থেকে কলকাতা পুরনিগমের চাকরির ‘নিয়োগপত্র’, ধৃত ২
উল্লেখ্য়, জগদীপ ধনখড় ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন। বাংলার রাজ্যপাল হিসেবে বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন। শনিবারই তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পরেই আজ সন্ধ্যায় এনডিএ জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন জে পি নড্ডা।