বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ব্যক্তির চরম পরিণতির সাক্ষী থাকল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদ (Ghaziabad)। স্ত্রী ও কন্যার হাতে খুন হলেন এক গয়না ব্যবসায়ী। বচসা চলাকালীন ভারী পাথর দিয়ে ওই ব্যক্তির মাথা থেঁতলে দেয় তাঁর স্ত্রী ও মেয়ে। গ্রেফতার করা হলে খুনের (murder) কথা স্বীকার করেছে অভিযুক্তরা।
স্ত্রী ও মেয়ের অভিযোগ, বছর চল্লিশের ওই ব্যাক্তির সাহারানপুরের এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। মহিলার বাড়িতে মৃত গয়না ব্যবসায়ীর নিয়মিত যাতায়াত ছিল। ইচ্ছাকৃত সাহারানপুরের বাসিন্দা মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে ভিডিও কল করতেন মৃত ব্যবসায়ী, দাবী স্ত্রীয়ের।
শনিবার ওই ব্যক্তি বাড়িতে ফিরলে বচসার মধ্যে ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে ব্যবসায়ীকে খুন করে তাঁর স্ত্রী ও মেয়ে। মৃতদেহ একটি গাড়িতে তুলে স্থানীয় রাহিসপুর এলাকায় নিয়ে গিয়ে ফেলে রেখে পালায় তাঁরা। রবিবার ভোরে পুলিশের নজরে আসে গাড়িটি। গাড়ির নথি উদ্ধার হতেই স্ত্রী-কন্যার খোঁজ পাওয়া সহজ হয়ে যায়। দুজনকে গ্রেফতারির পাশাপাশি খুনের ব্যবহৃত ‘অস্ত্র’ ভারী পাথরটিকেও উদ্ধার করেছে পুলিশ।