ব্রাইডাল মেক-আপ (Bridal Make-up) করতে গিয়ে বড়সড় অঘটন। বিয়ের কনেকে ভর্তি করা হল আইসিইউতে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnatak) হাসান জেলার আরসিকেরে গ্রামে। জানা গিয়েছে, মেক-আপ করতে গিয়ে মুখের চামড়া পুড়ে যায় ওই পাত্রীর। মুখ বিকৃত হয়ে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
ইতিমধ্যেই ওই বিউটি পার্লারের মালিক গঙ্গার বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ওই পার্লার মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশি জেরায় ওই মহিলা জানিয়েছেন, মেক-আপ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই বিপত্তি বাধে।
আরও পড়ুন - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি আসেনি, মহাকালেশ্বর মন্দিরে সময় কাটালেন বিরাট ও অনুষ্কা
পার্লার মালিক জানান, মেক-আপের পরই অ্যালার্জি হয়ে যায় ওই মহিলার স্কিনে। তারপরই চামড়া বিকৃত হয়ে যায়। খবর চাউর হতে বিয়েও ভেঙে যায় ওই পাত্রীর।