মোদি(Narendra Modi) বিরোধী ঐক্য গঠনে আরও কয়েক ধাপ এগিয়ে গেল বিরোধী দলগুলি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) আগেই জানিয়েছিলেন, তেলেঙ্গানার(Telengana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের(KCR) সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকের অংশ হিসেবেই রবিবার বিশেষ বিমানে মুম্বই উড়ে গেলেন কেসিআর(KCR)। বৈঠক করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhav Thackeray) এবং এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ারের(Sharad Pawar) সঙ্গে।
কে চন্দ্রশেখর রাও(KCR) জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার(HD Deve- Gowda) সঙ্গেও বেঙ্গালুরু গিয়ে কথা বলবেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে যে নিয়মিত যোগাযোগ রয়েছে, তাও পরিষ্কার করে দেন তেলেঙ্গানার(Telengana) মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- TMC: সতর্কবার্তার পর ৬১ জন 'নির্দল'কে তৃণমূল থেকে বহিষ্কার, সাংবাদিক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
ক'দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে টেলিফোনে কথা হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের(MK Stalin)। সব মিলিয়ে বিরোধী ঐক্য গঠনে জোর কদমে তৎপরতা চালাচ্ছে কংগ্রেস(INC) বাদে অন্যান্য দলগুলি।