অবিশ্বাস্য হলেও সত্যি। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ১৪২ বছরের কারাদন্ডের সাজা পেলেন কেরালার এক ব্যক্তি। অভিযোগ, দু'বছর ধরে ওই নাবালিকাকে শারীরিক নির্যাতন করেছেন বছর ৪১শের ওই ব্যক্তি।
জানা গিয়েছে, শুক্রবার পাঠানমথিট্টা অতিরিক্ত জেলা এবং দায়রা আদালত এই সাজা শোনায় অভিযুক্ত আনন্দন পি আরকে। বিচারক জয়কুমার জন অভিযুক্তের ১৪২ বছরের জেল এবং ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করেন। পুলিশি বিজ্ঞপ্তিতে প্রকাশ, পকসো মামলায় দেওয়া এই শাস্তি ওই জেলায় কার্যত নজিরবিহীন।
আরও পড়ুন- 5G Service in India: আজ দেশজুড়ে শুরু 5G পরিষেবা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ওই অভিযুক্তকে ইতিমধ্যেই ৬০ বছরের কারাদন্ড ভোগ করতে হচ্ছে। অভিযুক্তের আত্মীয় ১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পকসো আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করা হয়।