লিভারের কঠিন অসুখে ভুগছেন বাবা । চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, অঙ্গ প্রতিস্থাপন ছাড়া উপায় নেই । বাবাকে বাঁচাতে এগিয়ে আসে মেয়ে । কিন্তু, সমস্যা হয়ে দাঁড়ায় বয়স, আইনি বাধা আসে । অবশেষে আদালতের অনুমতি নিয়ে বাবাকে তাঁর লিভারের একটা অংশ দান করে ভারতের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা (India's Youngest Doner) হলেন মেয়ে । ঘটনাটি ঘটেছে কেরলে (Kerala News) ।
ওই কিশোরীর নাম দেবানন্দা । দ্বাদশ শ্রেণির ছাত্রী । জানা গিয়েছে, বাবাকে যখন অঙ্গ প্রতিস্থাপনের কথা বলেন চিকিৎসকরা, তখন অঙ্গদাতার খোঁজ করেও কাউকে পাওয়া যায়নি । এই অবস্থায় দেবানন্দা সিদ্ধান্ত নেয়, নিজের লিভারে কিছুটা একটি অংশ বাবাকে দান করবেন । কিন্তু আসে আইনি বাধা । কারণ, ১৯৯৪ সালের একটি আইন অনুযায়ী, নাবালক হলেই কেবলমাত্র অঙ্গদান সম্ভব ।
আরও পড়ুন, Viral Video : বাবাকে হাসানোর চেষ্টা, ১০৫ তম জন্মদিনে শিস দিয়ে গান গাইলেন ৭৫-এর ছেলে, দেখুন ভিডিও
এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, বাবাকে অঙ্গদানের বিশেষ অনুমতি চেয়ে মেয়ে আবেদন করে কেরল হাইকোর্টে । মানবিক কারণে নাবালিকার অঙ্গদানে অনুমতি দেয় কেরল হাই কোর্ট (Kerala High Court)। দেবানন্দার লড়াইয়ের প্রশংসাও করেন বিচারপতি । আদালতের অনুমতি পেয়েই বাবাকে লিভারের একটা অংশ দান করেন মেয়ে ।