প্যান কার্ড (Pan card) ও আধার কার্ড (Adhaar Card) লিঙ্ক (Pan-Adhaar link) করানোর শেষ তারিখ ৩১ মার্চ। তার মধ্যে এই কাজটি না করলে একাধিক সমস্যায় পড়তে পারেন আপনি।
আয়কর দফতরের (Income Tax rule) নিয়ম অনুযায়ী, এই দুই ডকুমেন্টের মধ্যে লিঙ্ক না করালে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। যার ফলে আপনি ওই নিষ্ক্রিয় প্যান কার্ডের মাধ্যমে নতুন করে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আয়কর রিটার্ন করার ক্ষেত্রেও প্রভূত সমস্যায় পড়তে হবে।
আরও পড়ুন: এপ্রিলেই কি বিয়ে রণবীর-আলিয়ার? অভিনেতার একটি কথায় জল্পনা শুরু নেটিজেনদের মধ্যে
কীভাবে অনলাইনে প্যান-আধার লিঙ্ক করাবেন, জেনে নিন:
১) প্রথমে https://www.incometax.gov.in/ লিঙ্কে ক্লিক করুন।
২) বাঁ-দিকের প্যানেলে গিয়ে 'Link Aadhaar' -এ ক্লিক করুন।
৩) ওখানে প্যান ও আধারের নম্বর, নাম, মোবাইল নম্বর (আধার কার্ডের সঙ্গে সংযুক্ত) দিন।
৪) এবার চেকবক্সে ক্লিক করে ফের Link Aadhaar-এ ক্লিক করুন।