পয়লা বৈশাখের আগেই সুখবর কেন্দ্রের সরকারি কর্মচারীদের (Govt Employee)। সপ্তম পে কমিশনের (Seventh Pay Commission) আওতায় ৩ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার। ডিয়ারনেস রিলিফও বাড়ানো হয়েছে। পেনশনভোগীদের (Retired Govt Employee) ডিআর (DR) বাড়ল ৩ শতাংশ। ২০২২ সালের জানুয়ারি মাস থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর হবে।
দেশ জুড়ে রোজ পেট্রল ডিজেলের দাম বাড়ছে। মূল্যবৃদ্ধিও বাড়ছে। এই সময় ডিএ বাড়ানোয় অনেকটাই স্বস্তিতে মধ্যবিত্ত। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্তমান ডিএ দাঁড়াল ৩৪ শতাংশ। আগে এই ডিএ ছিল ৩১ শতাংশ। অর্থাৎ বর্তমানে মূল বেতনের ৩৪ শতাংশ ডিয়ারনেস অ্যালায়েন্স পাবেন কেন্দ্রের সরকারি কর্মচারীরা। ৫০ লক্ষ সরকারি কর্মচারী ও ৬৫ লক্ষ পেনশনভোগীরা এই সুবিধা পাবেন।
আরও পড়ুন: দেশজুড়ে ফের নিম্নমুখী সোনার দাম, জেনে নিন কলকাতায় সোনার বাজারদর
প্রত্যেক বছর জানুয়ারি ও জুলাই মাসে ডিএ ও ডিআর নিয়ে পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাজারের বর্তমান দর অনুযায়ী, সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য দেওয়া হয় ডিয়ারনেস রিলিফ বা ডিআর।