রায় ঘোষণা হয়েছিল আগেই। এবার এল শাস্তি। ১৩৯ কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় (Foddar scam) ৫ বছরের কারাদণ্ড এবং ৬০ লক্ষ টাকা জরিমানা হল রাষ্ট্রীয় জনতা দল নেতা (RJD leader) লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav)।
সোমবার রাঁচিতে সিবিআই-এর বিশেষ আদালত (Special court of CBI in Ranchi) এই শাস্তি দিল (Lalu Prasad Yadav convicted)।
আরও পড়ুন: সেরা ছবির শিরোপা জিতল 'শেরশাহ', 'ফিল্ম অব দ্য ইয়ার' হল 'পুষ্পা'
রাঁচির ডোরান্ডায় ট্রেজারি থেকে ১৩৯ কোটি টাকা অবৈধ ভাবে তোলার অভিযোগের ভিত্তিতেই এই শাস্তি। ১৯৯৬ সালের এই মামলায় (Foddar scam) প্রাথমিকভাবে মোট ১৭০ জনকে চিহ্নিত করা হয়। এর মধ্যে ৫৫ অভিযুক্তের মৃত্যু হয়েছে, আর সাতজন অভিযুক্তকে সিবিআই (CBI) সরকারী সাক্ষী করেছে। আদালতের রায় আসার আগেই দুই আসামি নিজেদের দোষ স্বীকার করে নেন।
৭৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদকে (Lalu Prasad Yadav) গত সপ্তাহের রায়ের পরেই হটওয়ার জেল থেকে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে স্থানান্তরিত করা হয়।