লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে সর্বসম্মতভাবে রাহুলের নামে সিলমোহর পড়েছে। বৈঠক শেষে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, ইতিমধ্যেই লোকসভায় প্রোটেম স্পিকার ভর্তৃহরি মোহতাবকে চিঠি লিখেছেন কংগ্রেসের সংসদীয় নেত্রী সনিয়া গান্ধী। ওই চিঠিতে বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করা হয়েছে।
চলতি মাসের আট তারিখ AICC-বর্ধিত সভায় বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করা হয়েছিল। তবে এই পদ তিনি গ্রহণ করবেন কীনা, তা ভাবার জন্য সময় চাওয়া হয়েছিল রাহুলের থেকে। বুধবারের ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুলের নামেই সিলমোহর বসানো হয়েছে।
এদিনই উত্তরপ্রদেশের আমেঠি থেকে সাংসদ হিসাবে শপথ নিয়েছেন রাহুল গান্ধী। শপথ অনুষ্ঠানে তাঁর হাতে ছিল সংবিধান। মঙ্গলবার ইন্ডিয়ার বৈঠকে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিরা হাজির ছিলেন।