শুক্রবার সকালই শেষনিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন মোদী(Heeraben Modi Passes Away)। ১০০ বছর বয়সে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে(UN Mehta Hospital) মারা যান প্রধানমন্ত্রী মোদীর মা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের নেতারা। অমিত শাহ(Amit Shah) থেকে রাজনাথ সিং(Rajnath Singh), প্রত্যেকেই এই শোকবিহ্বল মুহূর্তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হীরাবেনের মৃত্যুতে(Heeraben Modi Passes Away) গভীর শোকপ্রকাশ করে শেষ শ্রদ্ধা জানান। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh on Heeraben Modi) হীরাবেনের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেন – হীরাবেনের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। মায়ের মৃত্যু একজনের জীবনে এমন এক শূন্যতা নিয়ে আসে, যা পূরণ করা অসম্ভব। এই শোকের মুহুর্তে আমি প্রধানমন্ত্রী(PM Narendra Modi) ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। টুইটারে শোকজ্ঞাপন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(UP CM Yogi Adityanath)।
আরও পড়ুন- Bank Holiday January: নতুন বছরের প্রথম মাসেই ১৪ দিন ছুটি ব্যাঙ্ক, জেনে নিন সম্পূর্ণ তালিকা