বরফে মোড়া শীতের ভূস্বর্গ। সেখানে সাইকেলে পাড়ি জমালেন তিনজন বাঙালি যুবক। টানা ২১ দিন গড়ে ৯ ঘণ্টা করে সাইকেল চালিয়ে প্রায় অসাধ্য সাধন করলেন তাঁরা।
হৃদয়পুরের চন্দন বিশ্বাস, সোনারপুরের রাহুল হালদার এবং অভীক মণ্ডল বাড়ি থেকে রওনা হয়েছিলেন গত ৩ ডিসেম্বর। সঙ্গী হিসাবে ছিল সাইকেল (Cycle)। ৭ ডিসেম্বর শ্রীনগর থেকে সাইকেল যাত্রা শুরু করে উত্তর কাশ্মীরের গুরেজ় উপত্যকা ছুঁয়ে কুপওয়ারা, লোলাব উপত্যকা, বাঙ্গাস উপত্যকা, গুলমার্গ, পহেলগাঁও, কাজ়িগুন্দ হয়ে সোজা অমৃতসরের ওয়াগা সীমান্তে এসে শেষ হয় অভিযান।
Vaishno Devi: মর্মান্তিক! বর্ষবরণের রাতে বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু অনেকের
বরফ এবং প্রবল শীতের মধ্যে কখনও দিনে ৬০-৭০ কিলোমিটার, কখনও আবার ১০০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন চন্দনরা। কখনও আবার দিনে ৩০ কিলোমিটারের বেশি এগোতে পারেননি। কিন্তু অভিযানের শেষে তাঁদের মুখে সাফল্যের হাসি।