চাকরি থেকে বরখাস্ত করা হল এক LICI-এর এক কর্মীকে। সংস্থার একটি অনৈতিক লেনদেনে জড়িত থাকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেকারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। যদিও ওই কর্মী কোন ব্রাঞ্চে চাকরি করতেন তা জানা যায়নি।
কী অভিযোগ?
অভিযুক্ত তাঁর মৃত বাবার ডিম্যাট অ্য়াকাউন্ট ব্যবহার করে LIC-র শেয়ার ট্রেডিং করেছেন। এমনকি, SEBI-র তরফেও এই অভিযোগের উপর শিলমোহর দেওয়া হয়েছে।
এবিষয়ে LIC-র তরফে জানানো হয়েছে, কোনও রকম দুর্নীতির সঙ্গে আপোস করা হবে না। নৈতিক পদ্ধতিতে সবকিছু মেনে চলতে সর্বদা স্বচেষ্ট তারা। সেকারণেই কোনও নীতি বিরুদ্ধ কোনও কাজ বরদাস্ত করা হবে না।
অভিযোগটি পাওয়ার পরে তদন্ত শুরু করে SEBI। সেখানেই অভিযুক্তের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয় তার সত্যতা প্রমাণিত হয়।