প্যান কার্ডের (PAN) সঙ্গে আধার কার্ডের (PAN Aadhar Link) লিঙ্কের সময়সীমা কেন্দ্রীয় সরকার ২০২২ সালের ৩১ মার্চ থেকে বাড়িয়ে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত করেছে । কিন্তু সময়সীমা বাড়ালেও যাঁরা চলতি বছরের ৩১ মার্চের পর আধারের সঙ্গে প্যান লিঙ্ক করবেন তাঁদের জরিমানা দিতে হবে।
সিবিডিটি বা কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (Central Board of Direct Taxes) চলতি বছরের ২৯ মার্চ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল যে, ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে প্যানের সঙ্গে আধার লিঙ্ক না করলে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।
Aadhar-Pan Update: এবার থেকে বাধ্যতামূলক প্যান-আধার লিঙ্ক, কত টাকার লেনদেনে লাগবে প্যান, জেনে নিন
কোন ক্ষেত্রে কত টাকা জরিমানা দিতে হবে?
সিবিডিটি জানিয়েছে, ২০২২ সালের ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। তার পরবর্তী সময়ে অর্থাৎ ১ জুলাই বা তার পরে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করলে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে।
২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত প্যানের সঙ্গে আধার লিঙ্ক না করা হলেও সরকার কারও প্যান কার্ড নিষ্ক্রিয় করবে না। কিন্তু সেই তারিখের পরেও যাঁরা প্যানের সঙ্গে আধার লিঙ্ক করবেন না তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তখন নিষ্ক্রিয় প্যান কার্ডকে সক্রিয় করতে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।