নতুন বছর শুরুর মুখেই বন্ধ থাকবে মদের দোকান। তবে, এই রাজ্যে নয় পঞ্জাবে। এমনই নির্দেশ দিয়েছে পঞ্জাবের সরকার। শহীদ সভার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
২৬ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট তিন দিন মদের দোকান সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ওই জেলায় কোনও মদের দোকান খোলা থাকবে না।
এমনকি গুরুদ্বার শ্রী ফতেহগড় সাহিব এবং গুরুদ্বার জ্যোতি সরূপ সাহেবের ৩ কিলোমিটার মধ্যে যে হোটেলগুলি রয়েছে সেগুলিতে অ্যালকোহল পরিবেশন করা হবে না।
আরও পড়ুন - ৪ হাজার ছাড়াল কোভিড আক্রান্তের সংখ্যা, সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রীয় সরকারের