কাশ্মীরের বরফ পড়ছে৷ তুষারশুভ্র চাদরে গা ঢেকে অসামান্য সুন্দরী হয়ে উঠেছে ভূস্বর্গ। বরফে ঢাকা রাস্তায় দাঁড়িয়ে সেই তুষারপাতের 'আঁখো দেখা হাল' জানাচ্ছে দুই মিষ্টি খুদে। ছোট্ট দুই মেয়ের এমন 'রিপোর্টিং' ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহীন্দ্রাও শেয়ার করেছেন সেই ভিডিও৷
দুই খুদে বলছে, "আমরা এখানে তুষারপাত খুব উপভোগ করছি। আমাদের চারপাশে কত্তো বরফ!" কথা বলতে বলতেই একজন তৈরি করছে বরফের বল।
একজন নেটিজেন লিখছেন, এই দুই খুদে হচ্ছে সত্যিকারের 'কিউটি'। ভীষণ মিষ্টি দুজনকে আদরে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন সকলে।