দেশে সেরার সেরা মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প। শনিবার সেই সেরার সম্মান পেল এই প্রকল্প। দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) হাত থেকে প্যাটিনাম পুরস্কার হিসেবে স্মারক ও শংসাপত্র গ্রহণ করলেন বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। জানালেন, যোগ্য হিসেবেই এই স্বীকৃতি পেল বাংলা।
পুরস্কার গ্রহণের পর চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্য নজির গড়েছে রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্যের মানুষকে পরিষেবা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে এই প্রকল্প। তাই যোগ্য বলেই এই প্ল্যাটিনাম পুরস্কারে রাজ্যকে সম্মানিত করেছে কেন্দ্র।
আরও পড়ুন: লরির পিছনে ধাক্কা পর্যটকবোঝাই গাড়ির, দার্জিলং যাওয়ার পথে মৃত্যু নদীয়ার দুই বাসিন্দার
মোট ৫ দফায় রাজ্যের বিভিন্ন শহরে দুয়ারে সরকারের ৩ লক্ষ ৮০ হাজার ক্যাম্প তৈরি করা হয়েছিল। যার মধ্যে ভিজিটারের সংখ্যা প্রায় ৯ কোটি। মোট ৭.৮ কোটি আবেদন জমা পড়েছে। ৬ কোটি ৭০ লক্ষ মানুষের কাছে পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। এমনই পরিসংখ্যান জানান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।