কোভিড অতীত। পুরনো নিয়মেই হবে দিল্লি বোর্ডের (Delhi Board) পরীক্ষা। নির্ঘণ্ট ঘোষণা করে জানাল ISC, ICSE বোর্ড। আগামী বছর ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিএসই পরীক্ষা। চলবে ২৯ মার্চ পর্যন্ত। আইএসসি পরীক্ষা শুরু হে ১৩ ফেব্রুয়ারি। ৩১ মার্চ পর্যন্ত চলবে।
আরও পড়ুন: হাই কোর্টের নির্দেশের পরই পদক্ষেপ, ১৮৩ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ কমিশনের
বৃহস্পতিবার সন্ধেয় বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল্লি বোর্ড জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (Madhyamik and Higher Secondary) পরীক্ষার সঙ্গে মিল রেখেই ফেব্রুয়ারি ও মার্চে সূচি ঘোষণা করা হয়েছে। সকাল ১১টা থেকে রোজ পরীক্ষা শুরু হবে। তিন ঘণ্টা পরীক্ষা চলবে। বোর্ড জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি প্রথম পরীক্ষা ইংরেজি। ২৯ মার্চ শেষ পরীক্ষা জীববিদ্যা। আইএসসি পরীক্ষারও প্রথম বিষয় ইংরেজি। ৩১ মার্চ শেষ পরীক্ষা পরিবেশ বিজ্ঞান।
কোভিডের জন্য ২ বছর পরীক্ষা বন্ধ ছিল। কোভিড চলে যাওয়ার পর ফের পুরনো নিয়মেই পরীক্ষার কথা ঘোষণা করেছে দিল্লি বোর্ড।