বউকে 'খুনের উদ্দেশে' দরজায় বিদ্যুতের তার বিছিয়েছিল স্বামী । কিন্তু, সেই মৃত্যু ফাঁদে পা দিয়ে প্রাণ হারালেন শাশুড়ি । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ৫৫ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে । মধ্যপ্রদেশের (Madhya Pradesh News) সাইখেদা গ্রামে ঘটনাটি ঘটেছে । অভিযুক্ত ব্যক্তি পলাতক ।
পুলিশ জানিয়েছে,মধ্যপ্রদেশের বেতুল জেলার বাসিন্দা ওই অভিযুক্ত ব্যক্তি নেশা করত । সেই নিয়ে প্রায়ই বউয়ের সঙ্গে ঝামেলা হত তার । রবিবার রাতেও সেই একই বিষয় নিয়ে দু'জনের মধ্যে ঝামেলা হয় । তারপর বাপের বাড়ি চলে যান তার স্ত্রী । আর তাতেই রেগে যায় ওই ব্যক্তি । রাগের বশে স্ত্রীকে 'খুন' করার জন্য মৃত্যু ফাঁদ পাতে সে । শ্বশুরবাড়ির লোহার দরজায় বিদ্যুতের তার বিছিয়ে দেয় সে । কিন্তু, সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তার শাশুড়ি ।
আরও পড়ুন, Jharkhand Gang Rape news : ঝাড়খণ্ডে মায়ের সামনে মেয়েকে 'গণধর্ষণ', গ্রেফতার ২
ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক । তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে । অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ ।