সমস্ত জল্পনায় ইতি টেনে দিয়ে পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray resigns)। বুধবার ফেসবুক লাইভে (Facebook live) পদ ছাড়ার কথা ঘোষণা করেন শিব সেনা ‘প্রধান’।
বুধবার রাত ৯টায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ার নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যেই বিধানসভায় আস্থাভোট নিতে হবে তাঁর সরকারকে। কিন্তু সেই নির্দেশের ঘন্টা কয়েক পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা (Uddhav Thackeray resigns) করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বিধান পরিষদ থেকেও পদত্যাগ করলেন তিনি।
আরও পড়ুন: রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত ১,৪২৪ জন, মৃত্যু হয়েছে ২ জনের
বুধবার রাতে রাজ্যপালের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে শিবসেনার তরফে জানানো আবেদন দীর্ঘ সাড়ে তিন ঘন্টা শুনানির পর তা নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। তারপরই মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন উদ্ধব ঠাকরে।