ইন্ডিয়া বনাম NDA , তৈরী হয়ে গেল আগামী লোকসভা ভোটের প্রেক্ষাপট। মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক থেকেই ভারতীয় রাজনীতিতে এক নতুন জোটের জন্ম হল। যার নাম Indian National Developmental Inclusive Alliance।
মঙ্গলবার পটনার পরে বেঙ্গালুরুতে বসেছিল বিরোধী জোটের বৈঠক। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ এই জোট বৈঠকে ছিলেন বিরোধী দলের সব বড় নেতারাই। প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে ২০২৪ সালের লোকসভা ভোটের প্রাথমিক কৌশল ঠিক হয়ে গেল, যেখানে নরেন্দ্র মোদীর NDA এর বিরুদ্ধে ভোট ময়দানে নামবে বিরোধীদের 'INDIA'।
Mamata Banerjee: 'বিরোধী বৈঠক ফলপ্রসূ হয়েছে', জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, সমর্থন কংগ্রেসের
বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, 'শক্তির বিচারে এই ভোটে লড়াই হবে। বিজেপির বিরুদ্ধে অল আউট যাবেন বিরোধীরা। গেরুয়া শিবিরের একনায়কতন্ত্র, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো এই সবের বিরুদ্ধেই প্রচারের হাতিয়ার হবে। চূড়ান্ত কৌশল ঠিক হবে মুম্বইয়ের পরবর্তী বৈঠকে। '