Mamata Banerjee Road Show : ত্রিপুরা ভোটে প্রচার শুরু, আগরতলায় রো়ড-শো মমতার

Updated : Feb 14, 2023 13:25
|
Editorji News Desk

আগরতলায় মমতার শহর পরিক্রমা। ১৬ ফেব্রুয়ারি ভোট হতে চলেছে ত্রিপুরায়। তার আগে মঙ্গলবার রোড-শো করেই প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় প্রথমবার ভোট ময়দানে নেমে ২৮টি আসনে প্রার্থী দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যে গত পুরসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথমবার লড়াই করেছিল তৃণমূল। রাজনৈতিক মহলের দাবি, ওই ভোটের অভিজ্ঞতাকেই এবার আরও বড় আকারে কাজে লাগাতে চান তৃণমূল নেতারা। তাই বাংলার পাশাপাশি ত্রিপুরায় জয় এখন পাখির চোখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

তাঁর দ্বিতীয় ঘর ত্রিপুরা। বিজেপি যখন অত্যাচার করেছিল তখন তিনিই রুখে দাঁড়িয়েছিলেন। সোমবার আগরতলায় ত্রিপুরাবাসীকে এই বার্তাই দিয়েছিলেন তৃণমূল নেত্রী। সন্ধ্যায় ত্রিপুরেশ্বরী মন্দির থেকে বেরিয়ে নিজের কায়দায় সেরেছিলেন জনসংযোগের কাজ।  রাজনৈতিক মহলের দাবি, আগামী বছর লোকসভা ভোটের আগে বিজেপিকে পূর্ব এবং উত্তর-পূর্ব রাজ্যে কোণঠাসা করাই তৃণমূলের এখন প্রধান লক্ষ্য। যার প্রাথমিক ধাপ এবারের ত্রিপুরা ভোট। 

ইতিমধ্যেই রাজ্যে নিজেদের সংগঠনকে মজবুত করার কাজ করেছে তৃণমূল। সুস্মিতা দেব ও রাজীব বন্দ্যোপাধ্যায়দের তত্ত্বাবধানে কর্মীদের সংগঠিত করার কাজ চলছে। তবে রাজনৈতিক মহলের মতে, গোয়ার থেকে শিক্ষায় নিয়েই ত্রিপুরায় পা ফেলছেন অভিষেক। তাই নির্বাচনী ইস্তেহারে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

Mamata BanerjeetripuraTMCRoad Show

Recommended For You

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক

editorji | ভারত

Maha Kumbh 2025 : শিবরাত্রিতে অমৃত স্নান, সাড়ে ৬৫ কোটি মানুষের মিলনে সম্পন্ন এবারের কুম্ভ মেলা

editorji | ভারত

Rekha Gupta : রামলীলা থেকে নয়া শপথ, দিল্লিতে এবার রেখার রাজত্ব

editorji | ভারত

Sam Pitroda: চিন নিয়ে মন্তব্য়, স্যাম পিত্রোদাকে আক্রমণ বিজেপির, USAID ফান্ড নিয়েও আক্রমণ

editorji | ভারত

Earthquake in Delhi : নড়ে গেল ধৌলাকুঁয়ার মাটি, দুলেই ঘুম ভাঙল দিল্লির, সবাইকে শান্ত থাকতে বললেন মোদী