আজ রাজধানী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিল্লি সফরে (Mamata Delhi visit) যাওয়ার পর ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বিশেষ বৈঠক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও, সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন মমতা নিজেই।
বৃহস্পতিবার নবান্নে (Nabanna) একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই তাঁকে তাঁর দিল্লি সফর (Delhi Visit) নিয়ে প্রশ্ন করা হয়। তার উত্তরে তিনি বলেন, "আমার এবারে কোনও অ্যাপয়নমেন্ট নেই। আমাকে ৩০ কারিখে ফিরে আসতে হবে। পরের দিন মে দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানাতে হবে। ২ মে বা ৩ মে ইদ রয়েছে। রাজ্যে ৩৩ শতাংশ সংখ্যালঘু মানুষ। সেদিন আমাকে রেড রোডের অনুষ্ঠানে যেতে হয়। সেদিন অক্ষয় তৃতীয়াও আছে"।
আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহে পুড়ছে বঙ্গ, পুরুলিয়ায় মৃত্যু এক গর্ভবতী মহিলার
প্রসঙ্গত, ৩০ এপ্রিল রাজধানীতে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের একটি আলোচনাসভা আয়োজিত হতে চলেছে। যার নাম, ‘চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি’। ওই আলোচনাচক্রেই যোগ দিতে যাচ্ছেন মমতা। তবে তার পাশাপাশি দিল্লিতে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর (PM Modi) সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কারণ, বিচারপতিদের ওই সম্মেলনের উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে, মমতার (Mamata Banerjee) এই সাংবাদিক বৈঠকের পর সেই জল্পনায় এবার ইতি পড়ল।