শুক্রবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি-বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুক্রবার বলেন, “বিজেপি আগে জানায়নি যে, তাঁরা এক আদিবাসী মহিলাকে প্রার্থী করছে। তাহলে অন্যভাবে ভাবতাম।” পাশাপাশি তিনি এও বলেন যে, দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। ফলে নির্বাচনের আগেই তিনি কার্যত এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থীকে এগিয়ে রাখলেন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
শুক্রবার কলকাতার ইসকন মন্দিরের রথযাত্রা অনুষ্ঠানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বসিরহাটের সংসদ-অভিনেত্রী নুসরত জাহান সহ অন্যান্যরা। সেখানেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। বিজেপি আগে দ্রৌপদীর নামই বলেনি। ওরা আমাকে ফোন করে আমার সাজেশন জানতে চেয়েছিল, কিন্তু নিজেদের সাজেশন আমাকে জানায়নি। যদি জানাত যে একজন আদিবাসী মহিলাকে তারা প্রার্থী করছে তা হলে আমরাও চেষ্টা করতাম। বৃহত্তর স্বার্থে আমরা ১৭টা দল মিলে একটা সিদ্ধান্ত নিতে পারতাম। ঐকমত্যের ভিত্তিতে হতেই পারত। তৃণমূলনেত্রী আরও বলেন, ‘‘বৃহত্তর স্বার্থে আমি সব সময় ঐকমত্যের পক্ষে। কিন্তু ১৭-১৮টা রাজনৈতিক দল একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত থেকে সবাই না বললে আমার পক্ষে একা ফিরে আসা সম্ভব নয়।’’
আরও পড়ুন- Truck hits Suvendu Adhikari's convoy: শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, দুমড়ে গেল গাড়ি
তবে মমতার এই বক্তব্যের পরেই সোচ্চার হয়েছেন কংগ্রেস নেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তাঁর কথায়, নরেন্দ্র মোদীর থেকে হয়তো কোনও চাপ এসেছে। হয়তো মোদী দিদিকে বুঝিয়েছেন, এতে আপনার ভাল হবে। না হলে দিদির এই পাল্টিবাজি করার তো কোনও মানে হয় না। সব জেনেশুনে তিনি প্রার্থী দিয়েছিলেন।