বাংলার বকেয়া নিয়েই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। দিল্লিতে বৈঠক শেষে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ ব্যাপারে তাঁদের দাবি মন দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু পক্ষের বৈঠকে ঠিক হয়েছে কেন্দ্র-রাজ্যের অফিসাররা বৈঠক করে এই ব্যাপারে জট খুলবেন। বকেয়া সমস্যা দ্রুত মেটাতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মমতা।
এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে নতুন সংসদ ভবনে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলরে ১০ জনের প্রতিনিধি দল। এই দলেই ছিলেন মহুয়া মৈত্র।
দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর এই প্রথম সংসদে ঢুকলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, বাংলার বকেয়া ফেরতের ব্যাপারে সব কথা মন দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী। জট কাটতে তাঁর প্রস্তাব কেন্দ্র-রাজ্য মিলে এই সমস্যার সমাধান করা হবে।
বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, কার্যত ইচ্ছাকৃত ভাবেই ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। সেই টাকা ফেরতের ব্যাপারে এই নিয়ে তিনি তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন।