রান্নার গ্যাসের (LPG Price Hike) দাম এক ধাক্কায় ফের বেড়েছে ৫০ টাকা। কলকাতায় এখন গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ২৬ টাকা। এই মূল্যবৃদ্ধি নিয়ে এবার সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র সরকারকে এখনই ভারতের মানুষকে যন্ত্রণা দেওয়া বন্ধ করতে হবে। বারবার পেট্রোল ডিজেলের মতো জ্বালানির দাম, এলপিজি সিলিন্ডারের দাম এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেশকে লুঠ করছে এই সরকার। দেশের মানুষকে বোকা বানানো হচ্ছে। শনিবার এই টুইট করে মমতা (Mamata Banerjee) ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রের বিরুদ্ধে।
পাশাপাশি তিনি একহাত নেন দেশের সংবাদমাধ্যমকে(News Media)। মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) লিখেছেন, মিডিয়া এখন কিছুই দেখতে পাচ্ছে না। তাঁদের এভাবে চুপ করে থাকা দুঃখজনক।